Wednesday, July 30, 2025

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫



তিস্তা নিউজ ডেস্ক ঃ ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে এ ঘটনায় দেবেন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) মঙ্গলবার অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় একটি মামলা করে । মামলা নম্বর -৩৫।

এদিকে গঙ্গাচড়া উপজেলায় হিন্দুপল্লীর বাড়িঘর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামত ও নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। এসব কাজে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং পুলিশ সদস্যরা তদারকি করছেন বলে জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

তিনি বলেন, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে ধর্মীয় কটূক্তির অভিযোগে রোববার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকটি হিন্দু পরিবারের ঘরে ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই প্রশাসনের কঠোর অবস্থান ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে ওই সময় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।



শেয়ার করুন