মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২১ জুলাই (সোমবার) বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা উপজেলার সভাপতি জনাব গোলাম রব্বানী ডলারের সভাপতিত্বে জলঢাকা অনির্বান হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জনাব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথী জনাব এবিএম সারোয়ার রাব্বী, সহকারি কমিশনার ভূমি, জলঢাকা, জনাব আরজু মোহাম্মদ সাজ্জাদ, অফিসার ইনচার্জ জলঢাকা, জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা, জনাব মোয়াম্মার আলহাছান, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা, জনাব ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক মেয়র জলঢাকা পৌরসভা, জনাব ময়নুল ইসলাম, সদস্য সচিব জলঢাকা উপজেলা বিএনপি, জনাব রশিদুল ইসলাম বাঙ্গালী, আহ্বায়ক জলঢাকা পৌর বিএনপি, জনাব আলহাজ্ব কামরুজ্জামান, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব জলঢাকা, জনাব রোকনুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক, জলঢাকা অনির্বান হাইস্কুল, জনাব ফয়সাল মুরাদ, সম্পাদক tistanews24.com সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগন বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যকে সাহসিকতার সাথে তথ্য সমৃদ্ধ সংবাদ তুলে ধরে দেশ ও জাতীর কল্যানে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বক্তাগন বাংলাদেশ প্রেস ক্লাবের পাশে থেকে সহযোগি ভুমিকা পালনের অঙ্গীকার ব্যাক্ত করেন।