Monday, July 28, 2025

জলঢাকায় (গোলমুন্ডা বাজারে) দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরি


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃনীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারে গতরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারের সবচেয়ে বড় মুদি দোকান 'মজিবরের দোকানের' তালা কেটে মালামাল ও নগদ ক্যাশ সহ তিন লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক মজিবর রহমানের ছেলে আল-আমিন। আল-আমিন জানান, তিনি রাত ১.০০ টার সময় দোকান বন্ধ করে ঠিকমতো তালা লাগিয়ে বাড়ী যান। এ সময় বাজারে ডিউটিরত তিনজন নৈশ প্রহরী ডিউতেই ছিলেন। সকাল ৭'৩০ টায় দোকানে এসে তিনি দেখেন যে দোকানের মুল গেটের দুইটি তালা কাটা। চোরেরা দোকানের তালা কেটে ভিতরে ঢুকে বোতলজাত তেলের কার্টন, সিগারেট, বিস্কুট ও নগদ টাকা নিয়ে গেছে।

বাজারে নৈশ প্রহরী গেদু মিয়া ও সেকেন্দার আলীর কাছে জানতে চাইলে তারা এই প্রতিবেদককে জানান যে, আমরা ফজরের নামাজ পর্যন্ত ডিউটিতে ছিলাম। এ সময় পর্যন্ত চুরির কোনো ঘটনা ঘটে নাই। আমরা চলে যাওয়ার পরে এই চুরির ঘটনা ঘটে। 
দোকানের তালা কেটে চুরির এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দোকানদাররা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বিভিন্ন দোকান মালিকের সাথে কথা বলে জানা গেছে।




শেয়ার করুন