Sunday, July 6, 2025

জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের প্রাননাশের হুমকি-প্রতিবাদ সমাবেশ



বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওবায়দুলের বিতর্কিত বক্তব্য ও জুলাই যোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৬ জুলাই) সকালে গোলনা নবাবগঞ্জ বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘গোলনা ইউনিয়নের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পাপন হোসাইন, মঞ্জুরুল ইসলাম, শাখায়াত হোসেন, রাজ্জাকুল হক, রিশাদ, অরপন, জাহিদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান ওবায়দুল কর্তৃক প্রদত্ত বক্তব্যে “ড. ইউনুস না থাকলে ছাত্রদের পাছার চামড়া থাকবে না”—এ ধরনের অশালীন ও হুমকিমূলক উক্তি শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত করেছে। জুলাইই যোদ্ধাদের প্রাণনাশের হুমকিকে ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বক্তারা অবিলম্বে ওবায়দুলের পদত্যাগ দাবি করেন। ছাত্র প্রতিনিধিরা বলেন, একটি শিক্ষিত সমাজে এমন উসকানিমূলক ও হুমকিসূচক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বক্তব্যের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে শিক্ষার্থীরা নানা শ্লোগানে উত্তাল করে তোলেন পুরো বাজার এলাকা। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানান আয়োজকরা।

এ বিষয়ে গোলনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওবায়দুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং এ প্রতিবেদককে পরে দেখা করবে বলে মন্তব্য করেন।

শেয়ার করুন