বদিউজ্জামান জলঢাকা ঃ সারাদেশে চাঁদাবাজি ও ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনা এবং সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন রজনী ঘোষ লেনে এক ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ (৪৩)-কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র -জনতা।
গত ১২ জুলাই বিকাল ৫টার দিকে পুরান ঢাকায় চাঁদাবাজদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ যুবদল নেতা মঈনসহ ৪ জনকে আটক করেছে।এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েসাধারণ ছাত্র জনতা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ এবং এ ধরনের হত্যাকাণ্ড আইনের শাসনের চরম অবনতি নির্দেশ করে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ মিছিলটি জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
আন্দোলনকারীরা দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান।