মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকাল ৩'০০টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও জুমআর নামাজের পরপরই শহরের সব পথের গন্তব্য হয়ে যায় জেলা স্কুল মাঠ। বিকাল তিনটার আগেই পুরো মাঠ কানায় কানায় পুর্ন হয়ে জনস্রোত রাস্তায় ছড়িয়ে পড়ে। দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে রংপুরের পথঘাট। ৩'০০ টার পরেই জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়ে যায়। জনসভার প্রধান অতিথি জামায়াত আমীর ডা. শফিকুর রহমান হলেও মুল আকর্ষন ছিলেন ফ্যাসিস্ট হাসিনার আদালতে মিথ্যে অভিযোগে ফাঁসীর দন্ডপ্রাপ্ত, সদ্য কারামুক্ত জামায়াত নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। জনাব আজহার তাঁর বক্তব্যে তাঁর দীর্ঘ কারাজীবনের দুঃসহ স্মৃতিচারন করলে উপস্থিত জনতার চোখ অশ্রুসজল হয়ে ওঠে, অনেককেই চোখ মুছতে দেখা যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসরের নামাজের পরে মঞ্চে আরোহন করেন। এ সময় মুহুর্মুহু নারায়ে তাকবির শ্লোগানে পুরো রংপুর শহর প্রকম্পিত হয়ে ওঠে।
রংপুর কাচারি বাজারের ফুটপাথে চা বিক্রেতা সাইফুল হেসেন বলেন, তিনি ২৫ বছর যাবত এখানে ব্যাবসা করছেন, তিনি কখনও এত লোক একসাথে রংপুরে দেখেন নাই। লক্ষ জনতার উপস্থিতিতে রংপুরে এক অন্যরকমের পরিবেশ সৃষ্টি হয়। নিঃসন্দেহে জামায়াতের প্রথম বিভাগীয় সমাবেশ হিসাবে রংপুরের সমাবেশটি সার্থক ও সফল হয়েছে বলে প্রত্যক্ষদর্শীগন মনে করেন।