Friday, August 1, 2025

ঢাকার মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনায় শহীদদের মাগফিরাত কামনা ও চিকিৎসাধীন অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়েজন করে বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা শাখা। আজ ১ আগষ্ট (শুক্রবার)আবেগঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জলঢাকা আদর্শপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মনজুরুল ইসলাম মনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব এবিএম সারেয়ার রাব্বি, বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা উপজেলা শাখার সভাপতি জনাব গোলাম রব্বানী ডলার, সাধারন সম্পাদক জনাব শাহজাহান সুজন, যুগ্ম সাধারন সম্পাদক জনাব কামরজ্জামান বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

দোয়া অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে সংঘটিত দুর্ঘটনায় সকল শহীদ বিশেষ ভাবে জলঢাকার মহিয়সী মাহেরীন চৌধুরীর রুহের মাগফিরাত ও শান্তি ও আহত শিশুদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন