বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকায় ”বৈষম্যহীন বাংলাদেশে দুর্নীতিবাজদের ঠাই নাই, এই স্লোগান নিয়ে সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি, নকল নবিশ,দলিল লেখক সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট )দুপুর ১২ টায় জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমূখ। বক্তরা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার নানা অনিয়ম তুলে ধরে ঘুষ বন্ধ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা বলেন ” এই লুৎফর রহমান মোল্লা জলঢাকায় যোগদান করার পর থেকে প্রতিটি দলিল করতে দশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেন। সঠিক কাগজপত্র থাকলেও ঘুষ ছাড়া ওই সাব- রেজিস্ট্রার কোন দলিল করে না। এছাড়াও কোন দলিলের নকল তুলতে গেলে অতিরিক্ত টাকা গুনতে হয়। গত বছরও একটা নকল তুলতে যেখানে ১২ শ থেকে ১৫ শ টাকা দিতে হতো এখন সেখানে ২৫ শ থেকে ৩ হাজার টাকা দিতে হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, জলঢাকা সাব রেজিস্ট্রার অফিস এখন দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
একটা দলিল করতে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত টাকা দিতে হয়। এরকম হয়রানি থেকে পরিত্রাণ চান জলঢাকাবাসী।