মাহমুদ আল হাছান তিস্তা নিউজঃ ফ্যাসিস্ট সরকার কে দেশত্যাগে বাধ্যকরার একবছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১১ টায় জলঢাকা উপজেলা জামায়াত আয়োজিত এক বিশাল গণমিছিল উপজেলা জামায়াত আমীর মোখলেছুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জলঢাকা জামায়াতের অফিস থেকে বিশাল মিছিল টি শুরু হয়ে আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়) হয়ে প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ গেইট থেকে ফিরে বাসস্ট্যান্ড হয়ে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের শুরা সদস্য ও নীলফামারী -০৩ (জলঢাকা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মাওঃ ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আর হাসানের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল জনসমুদ্রে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর,বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব কামারুজ্জামান,সহ সেক্রেটারি মুজাহিদ মাসুম, উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সাবেক াইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারী জেলা জামায়াতের শুরা সদস্য ও জলঢাকা সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ ওবায়দুল্লাহ সালাফি বলেছেন আজ থেকে এক বছর পূর্বে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছরের অপশাসন বহাল রাখতে, ও গণ আন্দোলন দমাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দল কে নিষিদ্ধ ঘোষনা করেছিল, এরা মনে করেছিল জামায়াতে ইসলামী কে নিষিদ্ধ করলে আন্দোলন দমে যাবে।কিন্তু আন্দোলনের দাবানল ভিন্ন দিকে মোড় নিয়ে একদফার আন্দোলনে পরিণত হল। ফলে আবু সাঈদ মুগ্ধদের মত হাজারো তরুণ বুকের তাজা রক্ত ঢেলেদিয়ে এই ফ্যাসিস্ট সরকার কে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। অবশেষে হাজার হাজার ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল,এবং পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালের বেড়ে মানবেতর জীবন যাপন করছে।একটি ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালালেও ফ্যাসিস্টদের প্রেতাত্মারা দেশ কে চাঁদাবাজি,সন্ত্রাসী, খুন,ধর্ষন,দখল বাজি করে অস্থিতিশীল করার মধ্যদিয়ে এক বছর যেতে না যেতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের সকল অপকর্মের রেকর্ড ভঙ্গ করেছেন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী আর কোন দল ফ্যাসিস্ট রূপে পুণরায় ফিরে আসতে না পারে সেই লক্ষ্যে সজাগ দৃষ্টি রেখে সর্বশ্রেণীর আলেম ওলামা ও সাধারণ মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ তথা বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে সবাই কে জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।