মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে আজ বুধবার (১৩ আগষ্ট)সকাল ৬.০০ টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। দুপুর নাগাদ পানি বৃদ্ধির গতি কমে যায়। বিকাল ৩.০০ টায় পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার সেকশন অফিসার হাসেম আলী জানান, এখন তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে যে কোনো সময় পানি আবার বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা অববাহিকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গড্ডিমারি এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, তিস্তার পানি বৃদ্ধির ফলে আমরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছি।।পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে তিস্তার উপকুলে বসবাস করা লোকজনকে সরে যেতে হবে। প্রতিবছর বন্যা আর নদী ভাঙনের শিকার হয়ে আমরা সর্বস্বান্ত হয়ে পড়েছি।
নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকে গিজগিজ করছে ব্যারেজ এলাকা। ব্যারেজের দুই প্রান্তে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা ও নীলফামারী এবং রংপুরের বিভিন্ন উপজেলা থেকে লোকজন পরিবার সহ এসে সময় কাটাচ্ছে। তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কার মধ্যে মানুষের অবসর বিনোদনের আকর্ষন কেন্দ্রে পরিনত হয়েছে তিস্তা ব্যারেজ।