বদিউজ্জামান ও জাহিদুল তিস্তা নিউজ ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সাংবাদিকদের হেনস্তাকারীদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীলফামারী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে তার ছেলে নির্বাচনী প্রধান সমন্বয়ক এম শরিফুল ইসলাম বাবু।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে নীলফামারীর জলঢাকা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় এম শরিফুল ইসলাম বাবু বলেন, “আলহাজ্ব সৈয়দ আলী নির্বাচিত হলে সবার আগে স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বেকারত্ব নিরসন ও ঘুষ-দুর্নীতি দূরীকরণে কাজ করা হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কয়েকটি রাজনৈতিক দল গত তিন মাস ধরে নির্বাচনী প্রচারণা চালালেও আপনারা জানেন, সৈয়দ আলী গত ৬ বছর ধরে ‘ধানের শীষ’-এর পক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন।” তিনি আরও জানান, “আলহাজ্ব সৈয়দ আলীকে যদি বিএনপি চূড়ান্তভাবে মনোনয়ন না দেয়, তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।”
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম আলো, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আজাদ, স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবর রহমান মনি, বর্তমান সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি আল-আমিন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মাহাবুব নোমান, তিস্তা নিউজ এর বদিউজ্জামান ও জাহিদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলহাজ্ব সৈয়দ আলী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দলের (সম্ভাব্য) মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর বেশ জোরালোভাবে ধানের শীষের পক্ষেই কাজ করে যাবেন তিনি। ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে জলঢাকা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলহাজ্ব সৈয়দ আলীর ছেলে এম শরিফুল ইসলাম বাবু ধানের শীষের পক্ষে ভোট চান।
এছাড়াও, আসন্ন নির্বাচনে দলের প্রচার-প্রচারণার কৌশল, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


