মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ গত ২২ সেপ্টেম্বর বিকেল ৪'০০ টায় বাবার বাড়ী থেকে শ্বশুর বাড়ী আসার পথে নিখোঁজ হয়েছে শিশুসন্তান সহ আখিমনি নামের এক গৃহবধূ। উভয় পরিবার পরস্পরের প্রতি অভিযোগের তীর ছুড়ছে।
জানা গেছে, নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের পুর্ব কাঁঠালী মাদরাসাপাড়া গ্রামের আব্দুল হাকিমের কন্যা আখিমনির তিন বছর আগে বিয়ে হয় একই উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের জাহেদুল ইসলামের পুত্র শরীফুলের সাথে। চারদিন পুর্বে আখিমনি শ্বশুরবাড়ী থেকে অসুস্থ মা'কে দেখতে বাপের বাড়ী কাঁঠালী যায়। বাবার বাড়ীতে দুইদিন থাকার পরে গত সোমবার ২২ (সেপ্টেম্বর) বিকাল ৪'০০ টার দিকে আখিমনি তার শিশুসন্তানকে নিয়ে আবার শ্বশুর বাড়ী গোলমুন্ডার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যার পরেও আখিমনি তার শ্বশুর বাড়ীতে না পৌছালে জাহেদুল ইসলাম ফোন করে আখিমনির বাবাকে বিষয়টি অবহিত করে। তখন থেকে উভয় পরিবার নিজ নিজ আত্মীয় সজনের বাসায় খোঁজ করতে থাকে। কিন্ত আজ দুইদিন পার হলেও আখিমনির কোনো খোঁজ মিলছে না। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় অভিযোগ করার প্রস্ততি নিচ্ছে। উভয় পরিবার ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে।
আখিমনির স্বামী শরীফুল ইসলাম পেশায় একজন নির্মান শ্রমিক। গত ২ সপ্তাহ যাবত সে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করছিলো। স্ত্রী এবং সন্তান নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে রাতেই সে ঢাকা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে গতকাল সকালে বাড়ী এসে পৌঁছে। স্ত্রী ও শিশু সন্তানের খোঁজে হত বিহ্বল স্বামী শরীফুল ইসলামকে একদম নির্বাক থাকতে দেখা গেছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোহাম্মাদ সাজ্জাদ জানান, নিখোঁজ গৃহবধূ আখিমনির বাবা আব্দুল হাকিম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে নিখোঁজ আখিমনিকে খুঁজে বের করার জোর তৎপরতা চালানো হচ্ছে। আখিমনির শ্বশুরবাড়ীর পক্ষ থেকে কেউ এখনও কোনো অভিযোগ দেয় নাই। তারা অভিযোগ দিলে দু'টি অভিযোগ বিশ্লেষন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


