Friday, September 26, 2025

জলঢাকা উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মাহমুদ আল-হাছান, তিস্তা  নিউজঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন, জুলাই সনদ ঘোষনা ও বাস্তবায়ন, নির্বাচলে সকল দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বিকাল ৩'০০ টায় কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে জলঢাকা সরকারি পাইলট স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচী শুরু হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মেয়াম্মার আলহাছানের পরিচালনায় মিছিল পুর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর জনাব মেখলেছুর রহমান মাস্টার, উপজেলার সহকারি সেক্রেটারি মুজাহিদ মাসুম, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব সাদের হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি জনাব  মনিরুজ্জামান জুয়েল, জেলা শুরা সদস্য ও নীলফামারী-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। 

সমাবেশের প্রধান অতিথী জেলা জামায়তের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন এখন শুধু জামায়াতের দাবি নয়, এটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতার উপস্থিতি এ কথাই প্রমান করে। জুলাই সনদ ঘোষনা ও পিআর পদ্ধতির বাস্তবায়ন সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়িত না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠার দরজা খুলে যাবে। তিনি হুশিয়ারি উচ্চারন করেন যে, অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।


বিক্ষোভ সমাবেশের পরে শুরু হওয়া মিছিলটি পাইলট স্কুল থেকে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পাইলট স্কুলে এসে শেষ হয়।

শেয়ার করুন