তিস্তা নিউজ ডেস্ক ঃ মোটরসাইকেলে আরোহী থাকলে জ্বালানি খরচ বেড়ে যায়। আরোহীর কারণে বাইকের মোট ওজন বৃদ্ধি পায়, ফলে ইঞ্জিন বেশি শক্তি খরচ করে। গিয়ার দ্রুত বদলানো ও উচ্চ আরপিএমে চালানোর দরকার হয়। এছাড়া দুইজনের ফলে বাতাসের প্রতিরোধও বেড়ে যায়, যা ফুয়েল ইকোনমি কমায়। হঠাৎ ব্রেক বা দ্রুত অ্যাকসেলরেশন করলে জ্বালানি খরচ আরও বাড়ে। বিশেষ করে খারাপ রাস্তা বা উঁচুনিচু এলাকায় এই প্রভাব বেশি লক্ষণীয়।