Tuesday, September 30, 2025

ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট



ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারী ডিমলায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ, ক্রয়-বিক্রয় এবং পাথর ভাঙার মেশিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে দুই জন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ধারায় দোষী সাব্যস্ত করে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আনুমানিক ৮,০০০ (আট হাজার) সিএফটি পাথর এবং ৪ (চার) টি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত পাথর ও যন্ত্রপাতি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রওশন কবির। অভিযানে সহায়তা করে ডিমলা থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন ও ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে সরকারের রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। এসব কারণেই উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার  মো: ইমরানুজ্জামান বলেন, ডিমলায় অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং পরিবেশ বিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরণের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানানো হয়।

শেয়ার করুন