ডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগতরাতে উপজেলার বাবুরহাট ও দক্ষিণ তিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে আরিফুর রহমান ডালিম এবং একই ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মোঃ তহিদুল ইমলামের ছেলে আবুল হাসান সাগর।
জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আরিফুর রহমান ডালিমের বিরুদ্ধে মামলা নং-২৬, তারিখ ২৮/০৯/২০২৪ এবং আবুল হাসান সাগরের বিরুদ্ধে মামলা নং-১১, তারিখ ৯/১০/২০২৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান ডালিম ডিমলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি শেখ রাসেল স্মৃতি সংসদ ডিমলা উপজেলার সাবেক সভাপতি ও পরবর্তীতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্মৃতি সংসদ ডিমলা উপজেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
অপরদিকে, গ্রেফতারকৃত আবুল হাসান সাগর একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।


