Monday, September 15, 2025

জলঢাকায় মাদ্রাসার সভাপতি হলেন মাওঃ অহিদুল ইসলাম


বদিউজ্জামান জলঢাকা নীলফামারীঃ নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাড়োয়া শিমুলবাড়ি দারুল হুদা দাখিল মাদরাসার নতুন সভাপতি হিসেবে মাওলানা অফিদুল ইসলামকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত পরিচালনা কমিটির মেয়াদ হবে দুই বছর।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান খান। এছাড়া উপস্থিত ছিলেন— এমদাদুল হক আনিছুর রহমান গোলাম মোস্তফা মনোয়ার লিয়াকত আলি খান

সভার সকল সদস্যদের সম্মতিক্রমে মাওলানা ওফিদুল ইসলামকে সভাপতি পদে মনোনীত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাওলানা ওফিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় বলেন, "এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মাদরাসার শিক্ষা ও আদর্শ বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

সভায় বক্তারা নতুন সভাপতিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে মাদরাসার শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।


শেয়ার করুন