Wednesday, October 29, 2025

আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনাকে নিয়ে প্রথম সাক্ষাৎকার প্রকাশ



তিস্তা নিউজ ডেস্ক ঃ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দীর্ঘ এক বছরের বেশি সময় পর কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।আজ বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এসব সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার বক্তব্য উঠে এসেছে।

উল্লেখ্য, বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ। জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।

এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছে।



শেয়ার করুন