মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ ২০০৬ সালের ২৮ অক্টোবরে বিএনপি - জামায়াত জোটের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনে তৎকালীন বিরোধীদল আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার পল্টনে অনুষ্ঠিত জামায়াতের পুর্ব ঘোষিত সমাবেশে লগি-বৈঠা নিয়ে পরিকল্পিত হামলা করে ০৬ জন জামায়াত শিবির নেতা-কর্মীকে নৃশংস ও বর্বরতম কায়দায় পিটিয়ে হত্যা ও হত্যার পরে লাশের উপর নাচানাচি করে জঘন্য জিঘাংসা চরিতার্থ করার ঘটনা স্মরনে এবং খুনী ও খুনের নির্দেশদাতার উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী পালিত কর্মসূচীর আলোকে জলঢাকা উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। আজ মঙ্গলবার বিকাল ৪'১৫ মি. জলঢাকা জামায়াতের উপজেলা কার্যালয় 'আল- ফালাহ' থেকে মিছিলটি শুরু হয়ে জলঢাকা শহরনপ্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জামায়াতের উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জনাব সাদের হেসেন, উপজেলা সহ. সেক্রেরারি জনাব মুজাহিদ মাসুমের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহন করেন।
জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশের বক্তব্যে উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের বর্বরতায় সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিলো। সেদিনের এই নির্মমতার স্থির ও ভিডিওচিত্র দেখে দেখে হত্যাকারিদের প্রকাশ্যে ফাঁসী নিশ্চিত করতে হবে।
উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার বলেন, এই হত্যাকান্ডের উপযুক্ত বিচার না হলে মানবতার ইতিহাস কলঙ্কিত হয়েই থাকবে।
সমাবেশের প্রধান অতিথী নীলফামারী-৩ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগন ভোট বিপ্লবের মাধ্যমে আটাশ অক্টোবর সহ সকল হত্যাকান্ডের প্রতিশোধ গ্রহন করবে।


