বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মধ্যপাড়া ২নং ওয়ার্ডে মো. মোস্তাক (৪০) নামের এক গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার ভোরে নিজ ঘরের বাইরে একটি গাছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ থানা পুলিশ। নিহত মোস্তাকের বাড়ি ওই ওয়ার্ডের মধ্যপাড়ায়।
নিহত মোস্তাকের পিতা ইসলাম উদ্দিন জানান, "আমি ফজরের নামাজের সময় ঘর থেকে বের হয়ে দেখি ছেলের ঘরের দরজা খোলা। পরে সূর্য ওঠার পর শুনি সে গাছে ঝুলে আছে। ছুটে গিয়ে দেখি, তার হাত-পা বাঁধা অবস্থায় দেহটি গাছে ঝুলছে।"
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত মোস্তাক ছিলেন পেশায় গরু ব্যবসায়ী। তার স্ত্রী পোম্পি ও তিন সন্তান রয়েছে। জানা গেছে, তার স্ত্রী বর্তমানে গর্ভবতী।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক মন্তব্য অনুযায়ী, মৃত্যুর ধরন সন্দেহজনক হওয়ায় তদন্ত শুরু করা হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "লাশের হাত-পা বাঁধা ছিল। এটি স্পষ্টতই অস্বাভাবিক। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রত্যক্ষদর্শী ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।