মাহমুূদ আল-হাছান, তিস্তা নিউজ: নীলফামারীর জলঢাকা উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজুর বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি, পরিবারতান্ত্রিক পকেট কমিটির অভিযোগ তুলে গণপদত্যাগ করলো এনসিপি জলঢাকার প্রতিষ্ঠাকালীন ০৭ জন প্রভাবশালী নেতা। জলঢাকা উপজেলা এনসিপি'র ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির যুগ্ম সমন্বয়ক মামুনার রশীদ বকুলের নেতৃত্বে পদত্যাগকারী অন্যান্য সদস্যগন হলেন- ফরহাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ চান মিয়া, মো. আব্দুল্লাহেল বাকি, মো. সাইফুল ইসলাম, ডা. আদিবুর রহমান আদিব।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ টায় জলাঢাকা প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এনসিপি'র উপজেলা নেতাগন গণপদত্যাগের এই ঘোষনা প্রদান করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি'র জলঢাকা উপজেলার পদত্যাগী যুগ্ম সমন্বয়ক মামুনার রশীদ বকুল।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব বকুল বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন স্বপ্ন নিয়ে আমরা এনসিপি প্রতিষ্ঠা করেছিলাম এবং গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে এনসিপিকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতে বিরামহীন ছুটে চলেছিলাম। কিন্ত উপজেলা সমন্বয়কের একক আধিপত্য, সিদ্ধান্ত গ্রহনে স্বেচ্ছারিতা, অসদাচরন ও পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলে আমরা মনে করি।
এখন অন্য কেনো রাজনৈতিক দলে যোগ দিবেন কি-না - এমন প্রশ্নের জবাবে জনাব বকুল বলেন, আমরা অবশ্যই রাজনীতির সাথে যুক্ত থাকবো তবে সে রাজনীতি হবে জনগণের পাশে থেকে জনসম্পৃক্ত ও জনকল্যানের রাজনীতি।