Wednesday, October 29, 2025

জলঢাকায় মানবাধিকার কর্মী আল-আমিন ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


বদিউজ্জামান জলঢাকা নীলফামারী ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন মানবাধিকার ও সংবাদকর্মী আল-আমিন ইসলাম। এই ঘটনার প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার বিকাল ৪টায় নিলফামারীর জলঢাকার জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) নিলফামারী জেলা কমিটি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, জলঢাকা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মানবাধিকার ও সংবাদকর্মীর ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকারের উপর হামলা। তারা বলেন, প্রশাসনের নিকট আমরা জোর দাবি জানাই—অতিদ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

বক্তারা আরও বলেন, আল-আমিন ইসলাম সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছিলেন। তার ওপর হামলার ঘটনা নিন্দনীয় ও উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


শেয়ার করুন