Wednesday, November 19, 2025

গণঅধিকার পরিষদের প্রার্থী সোহাগ হোসেন বাবুকে জলঢাকায় অবাঞ্ছিত ঘোষণা

 

হাকীম বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসেন বাবুকে সংগঠনের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার জলঢাকার ট্রাফিক মোড়ে আয়োজিত এক ঘোষণায় সংগঠনের স্থানীয় নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণা অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলাভঙ্গ, অস্থিতিশীলতা সৃষ্টি এবং নেতৃত্বের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করার অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত উল্লেখ করে নিচের কারণগুলো তুলে ধরা হয়ঃ

১. দলীয় নেতাকর্মীদের হেনস্তা ও অমূল্যায়নের মাধ্যমে মনোবল ভেঙে দেওয়া। ২. দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একক মত চাপিয়ে দেওয়া। ৩. সংগঠনতন্ত্র-বিরোধী আচরণ এবং নেতৃত্বের নির্দেশনা অমান্য। ৪. দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করে ঐক্য নষ্টের চেষ্টা। ৫. স্বজনপ্রীতি ও আর্থিক বিনিময়ের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ। ৬. যোগ্য ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন। ৭. সমস্যা সমাধানের পরিবর্তে উসকানিমূলক কার্যক্রমের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি। ৮. বিভিন্ন দপ্তরে বিভাজন সৃষ্টি করে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা। ৯. দলীয় চেইন অব কমান্ড ভেঙে নিজেকে সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠার উদ্যোগ।

সংগঠনের নেতারা আরও দাবি করেন, অতীতে সোহাগ হোসেন বাবুর বিভিন্ন কর্মকাণ্ডও দলীয় মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী ছিল।

ঘোষণায় উপস্থিত সহ-সভাপতি সোহেল রানা বলেন, “সংগঠনকে সুষ্ঠু ও ঐক্যবদ্ধ রাখতে আমাদের এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম সভাপতি, গন অধিকার পরিষদ জলঢাকা উপজেলা। জনাব বাবুল হোসেন

সভাপতি যুব অধিকার, জলঢাকা উপজেলা,নুর নবী ছাত্র অধিকার পরিষদ জলঢাকা উপজেলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে এসব অভিযোগের বিষয়ে সোহাগ হোসেন বাবুর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।


শেয়ার করুন