Sunday, November 9, 2025

‘জুলাইয়ের শক্তি’ এনসিপিকে জোটে পেতে চায় বিএনপি ও জামায়াত


তিস্তা নিউজ ডেস্ক ঃ নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জানা গেছে, জুলাই অভ্যুত্থানের শক্তি হিসাবে বিএনপি এবং জামায়াত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনি জোটে পেতে মরিয়া। এজন্য দুদলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে। 

তবে এমন জোট গঠনের অভিপ্রায় নেই এনসিপির। নির্বাচনে যা-ই হোক, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোর প্রতিজ্ঞাবদ্ধ দলটি। বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে কম নেই। পতিত ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননই সবচেয়ে বড় উদাহরণ। তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা হাসানুল হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক সময় স্বাধীন বামপন্থি দলের জনপ্রিয় নেতা হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে জোট গঠন করেন। যার ফলে তাদের স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসতে হয়। গত ১৫ বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানে মত্ত ছিলেন। যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটির আর কোনো আবেদনই নেই। 


শেয়ার করুন