Saturday, November 1, 2025

জলঢাকায় বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত



বদিউজ্জামান জলঢাকা নীলফামারী ঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মতামতের প্রেরিত চিঠি দ্রুত মন্ত্রণালয়ে বাস্তবায়নের দাবিতে আগামী ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা আজ জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরনী মোহন রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রংপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহেনুল ইসলাম রায়হান, সহ-অর্থ সম্পাদক, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি; মো. জয়নাল আবেদিন, সভাপতি, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, নীলফামারী জেলা; এবং মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, নীলফামারী জেলা।

সভাপতিত্ব করেন মো. মজিবর রহমান, সভাপতি, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, জলঢাকা উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. রাকিবুল ইসলাম ও মো. মাহবুব রানা।
আলোচকরা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রেরিত চিঠির যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি। শিক্ষক সমাজের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।


শেয়ার করুন