Sunday, December 14, 2025

নির্বাচনে জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির

তিস্তা নিউজ ডেস্ক ঃ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলে একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আদর্শের সমালোচনা করে হেফাজত আমির বলেন, ‘আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না। 


সূত্রঃ দৈনিক যুগান্তর।


শেয়ার করুন