মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের সংগঠন,জলঢাকা রিপোটার্স ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রিপোটার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে রংপুরের ভিন্ন জগত বিনোদন কেন্দ্রে বনভোজনটি অনুষ্ঠিত হয়। জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক রাশেদুজ্জামান সুমন ও সেক্রেটারি হারুন-অর রশীদের নেতৃত্বে রিপোর্টার্স ইউনিটির ২৩ জন সদস্য তাদের পরিবারবর্গ এ বনভোজনে অংশগ্রহন করেন।
বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে বনভোজনকে প্রাণবন্ত করে তোলা হয়। দুপুরের খাবারের পরে সাংবাদিক পত্নীগনের অংশগ্রহনে চেয়ার খেলা, সঙ্গীতানুষ্ঠান, লটারি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ ধরনের আয়োজন ইউনিটির সদস্যগনের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সদস্যগনের একঘেয়েমি দূর করে কাজের চাপ সামলাতে অত্যন্ত সহায়ক বলে মন্তব্য করেছেন অংশগ্রহনকারি সাংবাদিক জাহিদুল ইসলাম। সাংবাদিক কৃষ্ণ চন্দ্র রায় বলেন, প্রতিবছরই এ ধরনের আয়োজন করা উচিত।


