বদিউজ্জামান জলঢাকা নীলফামারীঃ নীলফামারীর জলঢাকার রাজারহাট ফুটবল মাঠে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ওবায়দুল্লাহ সালাফি যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নীলফামারী-৩। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন মোখলেছুর রহমান মাস্টার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জলঢাকা উপজেলা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান জুয়েল, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী জেলা,ওমর ফারুক এসএসসি, রাকিবুল ইসলাম, মনোয়ার হোসেন বাবু,আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের প্রথম খেলায় কাঁঠালি ইউনিয়ন ২–১ গোলের ব্যবধানে খুটামারা ইউনিয়নকে পরাজিত করে। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রঞ্জু আহমেদ, সভাপতি ও আব্দুর রাজ্জাক রিংকু , সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, জলঢাকা উপজেলা।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মনোযোগ, দক্ষতা ও উৎসাহ দর্শকদের মন জয় করে নেয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। রাজারহাট মাঠে টুর্নামেন্টকে ঘিরে সারাদিন ছিল উৎসবমুখর পরিবেশ।


