Saturday, December 20, 2025

জলঢাকায় ওসমান হাদির গায়েবানা জানাজা ও শোক র্্যালী

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার  প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্ব স্তরের জনগণের- ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। গায়েবানা জানাজায় এনসিসি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এনসিপি 'র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল রহমান সানা,, জুলাইযোদ্ধা আব্দুল হাকিম সাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহসান হাবীব রক্সি, আবদুল্লাহ আল নোমান নাহিদ,সাবাব তানজীমসহ অনেকে।


শেয়ার করুন