বদিউজ্জামান জলঢাকা, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় আজ সোমবার (৮ ডিসেম্বর) নদী রক্ষা, কৃষকদের জন্য স্বল্পমূল্যে সেচের পানি নিশ্চিতকরণ এবং পানির বৈষম্য দূরীকরণের দাবিতে জলঢাকার কালিগঞ্জ বাজারে “নদী বাঁচাও কৃষক বাঁচাও, নদী বাঁচাও জীবন বাঁচাও” স্লোগানে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ইউনিয়নের দুই থেকে আড়াই হাজার কৃষক।
সোমবার সকাল ১০টায় গোলনা, মীরগঞ্জ, ধর্মপাল, বালাগ্রাম, কাঁঠালি, শিমুলবাড়ি ও গোলমুন্ডা ইউনিয়নের কৃষকরা কালিগঞ্জ বাজারে একত্রিত হয়ে মানববন্ধন করেন। পরে তারা ব্যানার-ফেস্টুন হাতে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
কৃষকদের অভিযোগ, বর্তমানে প্রতি বিঘা জমিতে সেচ দিতে ৩৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এতে চাষাবাদের ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন— “আমরা কৃষকরা ঠিকমতো খাইতে পারিনা। এত টাকা আমরা দিবো কোথায় থেকে? জমিতে পানি দিতে না পারলে কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে।”
তারা আরও বলেন, নদী শুকিয়ে যাওয়া, খাল দখল ও পানি প্রবাহ কমে যাওয়ার কারণে এলাকার কৃষিকাজ দিনদিন দুর্বিষহ হয়ে উঠছে।
কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সাব্বির আহমেদ। তিনি বলেন— “আমরা কৃষকদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি না মানা পর্যন্ত আমরা মাঠেই থাকবো। কৃষক বাঁচলেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”
মানববন্ধন শেষে কৃষকরা ঘোষণা দেন, যদি দ্রুত সেচের পানির দাম কমানো, নদী-খাল পুনঃখনন এবং সবার জন্য সমানভাবে পানি সরবরাহ নিশ্চিত না করা হয়—তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
স্থানীয় প্রশাসনের কাছে দাবিনামা দাখিলের প্রস্তুতিও চলছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।


