হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কাপড়ের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজারের কাপড় পট্টিতে সবুজের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে জলঢাকা ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ে উদ্ধার করা হয়েছে আশেপাশের অন্তত ২০-২৫ টি দোকানের মালামাল। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তাদের নগদ টাকাসহ ৭০/৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে জলঢাকা ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্যে ষ্টেশন ইনচার্জ আজিজুর রহমান নিশ্চিত করেন, এ ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুটি দোকানের আংশিক পুড়ে গেছে।ক্ষতি হয়েছে প্রায় ৭০ লাখ টাকার মালামাল, উদ্ধার হয়েছে বেশকিছু দোকানের মালামাল। ক্ষতিগ্রস্তরা হলেন- কাপড় ব্যবসায়ী সবুজ, জিবু খান, ফুয়াদ, কাসেম, শাহজাহান ও ফারুক।


