Friday, December 19, 2025

ওসমান হাদীর মৃত্যুতে নীলফামারী জেলা শিবিরের বিক্ষোভ


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা  জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আবু সাঈদ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করেন নেতাকর্মীরা।

এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ‘ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ’, ভারতের দালালেরা, হুঁশিয়ারি সাবধান‘আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান’, ‘ জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে লড়ে যাব ’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।


জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজামুল হাসান বলেন, ‘আমরা যুগে যুগে দেখেছি, ফ্যাসিবাদীরা ও জুলুমবাজরা বিপ্লবীদের গুপ্তভাবে হত্যা করে। যারা ফ্যাসিবাদ, জুলুম এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের হত্যার জন্য বারবার নীলনকশা করা হয়েছে। হাদীকেও সেভাবেই হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনের পর অনেক জুলাই যোদ্ধা নৈতিকতা বিসর্জন দিলেও আমাদের নেতা হাদী তার নৈতিকতার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছিলেন।’ হাদি বলে গেছেন "জান দিব তবুও জুলাই দিব না।"

সমাবেশে জেলা সেক্রেটারি রেজাউল করিম বলেন, ‘জুলাই আন্দোলনে অগ্রভাগে থেকে যারা কাজ করেছে, তাদের মধ্যে শরীফ ওসমান হাদী অন্যতম। মধ্যযুগীয় কায়দায় তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এই ক্ষতি হয়তো বাংলাদেশ আর কখনো পূরণ করতে পারবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবে, তাদের পেছনে অনুপ্রেরণাদায়ী ভূমিকা পালন করবেন ওসমান হাদী। অন্যান্যদের মধ্যে জেলা শিবিরের সাবেক সভাপতি জাকির হোসেন রঞ্জু,পৌর জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক রিংকু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাজেদুর রহমান বুলবুল বক্তব্য রাখেন। এসময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।

বিক্ষোভ মিছিলে জেলার কয়েকশ নেতা কর্মী অংশ নিয়েছিলেন।


শেয়ার করুন