Tuesday, December 16, 2025

বিজয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

 

বদিউজ্জামান জলঢাকা নীলফামারী ঃ নীলফামারীর জলঢাকায়, ১৬ ডিসেম্বর ২০২৬: মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক বিশাল সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রায় ২০০০ সাইকেলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ০০ ঘটিকায় র‍্যালিটি ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। পরে এটি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মোহসিন আলি। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা বহন করেন। “শিবিরের আরেক নাম—আদর্শের সংগ্রাম” স্লোগানে পুরো জলঢাকা শহর মুখরিত হয়ে ওঠে। স্লোগান ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ছাত্ররাজনীতি অব্যাহত রাখতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দৃঢ় প্রতিজ্ঞ।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।


শেয়ার করুন