তিস্তা নিউজ ডেস্ক ঃ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি সমাবেশে বক্তৃতা দিয়েছেন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৬ সেকেন্ডর ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়।
গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের । প্রচারণার প্রথম দিনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজারে প্রচারণা করেন আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছুফুয়া বাজারে নির্বাচনি সমাবেশে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সেখানে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ। তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেন, সালাউদ্দিন সাহেব এখানে এসেছেন, আমি তাকে স্বাগত জানাই। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, সালাউদ্দিন এখন আপনাদের সালাম দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ঘোষণার পর মঞ্চে এসে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ।
আওয়ামী লীগ সালাউদ্দিন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আপনারা কেন্দ্রে আসবেন, ভোট দেবেন। এখন শিক্ষিতের হার বেশি, আপনারা সবই বোঝেন। আপনারা বুঝে-শুনে নিজেদের রায় দেবেন। ভালো জায়গায় দেবেন, যেখানে দিলে কাজে লাগবে, সেখানে দেবেন। আমি এর বেশি কিছু বলব না। চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির তাহের ভাইকে আপনারা এখন টিভিতে খবরে দেখেন। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাই ভোটে আপনারা বুঝে-শুনে রায় দেবেন। তাহের ভাই কিছুটা অসুস্থ। আমি আপনাদের কাছে তাহের ভাইয়ের জন্য দোয়া চাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।
সূত্রঃ দৈনিক আমার দেশ।


