Monday, January 12, 2026

১১ দলীয় জোটের আসন সমঝোতা দু-একদিনের মধ্যে: জামায়াত আমির

তিস্তা নিউজ ডেস্ক ঃ আগামী দুই একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ক্ষমতায় এলে বিশ্বের সব শান্তিকামী, গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনও নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ঝুকতে চায় না জামায়াত। নির্বাচনে দেশের গণমাধ্যমকে কোনও দলীয় মাধ্যমের ভূমিকায় না থেকে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহবানও জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের আকাঙ্খা পূরণ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, চাওয়া শুধু একটাই, সুষ্ঠু নির্বাচন। আমরা ক্ষমতায় এলে জনগণের আমানত রক্ষা করবো। আর জনগণ যদি অন্য কাউকে পছন্দ করে, তখনো দেশের সার্থে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

জামায়াত আমির বলেন, এবারের নির্বচনে মা-বোনেরা প্রধাণত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। ভাইয়েরাও তাই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে। 


তিনি মনে করেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত কমিটমেন্ট রক্ষা করবে। যার প্রতিফলন ঘটে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচন। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।



শেয়ার করুন