Friday, January 9, 2026

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক


তিস্তা নিউজ ডেস্ক ঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানা বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার এই কমিটি পুনর্গঠন করে জামায়াত। কমিটির প্রথম বৈঠক ডাকা হয়। এতে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া, জামায়াতের প্রার্থীদের বিজয়ী করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সদস্যরা।

শেয়ার করুন