মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী রোহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (১৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে রোহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়।
রোহান চৌধুরীর মনোনয়নের বৈধতা প্রাপ্তীতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে জয়লাভের বিষয়ে তারা বেশ আশাবাদী বলে জানিয়েছেন জলঢাকা জাতীয় পার্টির স্থানীয় কয়েকজন নেতা।
এ কথা অনস্বীকার্য যে, জলঢাকার রাজনীতিতে জাতীয় পার্টি একটি ফ্যাক্টর। এই আসনে জাতীয় পার্টির একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে যা বিগত জাতীয় সংসদ নির্বাচন গুলোতে প্রমাণিত হয়েছে। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনেই জাতীয় পার্টি ৩য় অবস্থান বজায় রাখে এবং ভোটের ব্যাবধানও ছিলো খুব সামান্যই। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফারুক কাদের বিপুল ভোটের ব্যাবধানে চার দলীয় জোট মনোনিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ আজিজুল ইসলামকে পরাজিত করেন। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হেরে যায় এবং আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা এমপি হিসাবে শপথ গ্রহন করেন। ২০১৮ সালের নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেল নির্বাচিত হন।
নীলফামারী-৩ আসনে নির্বাচনের রাজনীতিতে এভাবে কখনও জামায়াত, কখনও আওয়ামীলীগ এবং কখনও জাতীয় পার্টি ঘুরেফিরে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে কিংবা ব্যাপক ভোট পেয়ে হেরে গেছে। ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনে একবার বিএনপি প্রার্থী আনোয়ারুল কবির চৌধুরী এমপি নির্বাচিত হয়েছিলেন যখন দেশের সকল রাজনৈতিক দল কেয়ারটেকার সরকারের দাবিতে নির্বাচন বর্জন করে। এছাড়া কোনো নির্বাচনেই এই আসনে বিএনপি কখনও প্রতিদ্বন্দিতায় আসার কোনো রেকর্ড নাই।
জুলাই পরবর্তী পরিবর্তিত বাস্তবতায় আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহন করতে পারছে না। ১৪ দলীয় জোটের শরীক হিসাবে কেবল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। জাতীয় পার্টির একজন উপজেলা নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদকের কাছে বলেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলো কিন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পাওয়ায় তাদের ভোট দেওয়ার একটি জায়গা সৃষ্টি হয়েছে। এছাড়া, জাতীয় পার্টির নিজস্ব ভোট ব্যাংক তো আছেই। সব সমীকরণ মিলে গেলে নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী একজন প্রধান প্রতিদ্বন্দি হিসেবে একটি অপ্রত্যাশিত চমক দেখাতে যাচ্ছেন অন্ততঃ মাঠের বাস্তবতা সেটাই বলছে।


