Saturday, January 17, 2026

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

সংগৃহীত ছবি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুক হালিম ও এহসানুল মাহবুব জোবায়েরের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর খেলাফত মজলিসে যোগদান করেছিলেন মুফতি উসামা। দলটিতে থাকাকালে তিনি কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন।

আলী হাসান উসামা একাধারে একজন শিক্ষক, ইসলামী আলোচক, লেখক ও অনুবাদক। বর্তমানে তিনি সিলেটের আলমাদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন।


শেয়ার করুন