Tuesday, January 13, 2026

নীলফামারী জেলার স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হলো রোজা


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর নীলফামারী জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও কবিতা আবৃত্তিতে ১ম  নির্বাচিত হয়েছে  জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা। গতকাল ১২ জানুয়ারি (সোমবার) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সার্বিক মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) এ সম্মাননা ঘোষণা করে। রোজা জলঢাকা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে জেলায় অংশ নিয়েছিল। ফাবিহা মাহ্জাবিন রোজা   উপজেলা পর্যায়ে ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতেও  উপজেলায় প্রথম হয়েছে। এবং উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

বিগত বছরগুলোতে রোজা  একাধিকবার উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম হয়েছিল। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে।

ফাবিহা মাহ্জাবিন রোজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেকেয়া আখতারের মেয়ে । 

স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও রোজা তার মেধা, নেতৃত্বগুণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।


শেয়ার করুন