Saturday, January 24, 2026

কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন ‘দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি’: শাহরিয়ার কবির

ব্যারিস্টার শাহরিয়ার কবির 

তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কী উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন—তোমার দিন কায়েমের জন্য দাড়িঁপাল্লায় ভোট দিয়েছি।’

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। শাহরিয়ার কবির বলেন, ‘ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সবসময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যেসব প্রার্থী রয়েছে তারা দেশের সেবক হবে। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লায় প্রতীকে দাঁড়ায়নি।

জামায়াতের ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে জামায়াত ইসলামীর কেউ আমানত খেয়ানত করলে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এরকম কথা কোনো দলের নেতা বলেনি।’ শাহরিয়ার কবির বলেন, ‘নওগাঁতে যত প্রার্থী আছে, কেউ যদি দ্বীন কায়েমের কথা বলে তাকে ভোট দেবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানে না, তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।’

তিনি বলেন, ‘আগের সময়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছে এই বিএনপি সেই বিএনপি না। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দেব না। কেউ ভোট চুরি করতে আসলে প্রতিহত করতে হবে। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। চাঁদাবাজদের বাংলাদেশ ঠাঁই হবে না।’



শেয়ার করুন