Wednesday, January 22, 2025

জয়পুরহাট সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় দু দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। সে সময় স্থানীয়রা বিষয়টি বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেন। তখন বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ স্থগিত করে চলে যান।

পতাকা বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান সরকার বলেন, ‘আজ বিকালে পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দ্বিজেন্দ্রনাথ বলেছেন তারা আর কাজ করবেন না। যতটুকু ঘিরেছেন ততটুকু তুলে নেবেন বলেও জানিয়েছেন তিনি।’



শেয়ার করুন