তারকা কথনে উপস্থিত থাকবেন রাজ্জাকতনয় নায়ক সম্রাট, দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ থাকবে নায়ক রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর ১টা ৩০ মিনিটে দেখা যাবে সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় নায়ক থেকে নায়করাজ। বেলা ৩টা ৩০ মিনেট থাকবে নায়করাজ রাজ্জাক পরিচালিত চলচ্চিত্র আয়না কাহিনি। এ ছাড়াও গতকাল দুপুর ৩টা ০৫ মিনিটে প্রচার হয়েছে নায়ক রাজ্জাক পরিচালিত টেলিফিল্ম ‘চেনা হয়ে যায় অচেনা’।
নায়করাজ রাজ্জাকের আসল নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় পূজা চলাকালীন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়করাজের অভিনয়ে সম্পৃক্ততা। তিনি ১৯৬৪ সালে শরণার্থী হয়ে বাংলাদেশে আসেন।
ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তর দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো।