জেলা প্রতিনিধি দিনাজপুর ঃ দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করার প্রতিবাদে শূন্যরেখা থেকে বাংলাদেশের কৃষকরা এক ভারতীয় নাগরিককে তুলে আনে। তার নাম নারায়ন চন্দ্র। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে হস্তান্তর করা হয়।
এর আগে মো. আলামিন নামে এক বাংলাদেশি কৃষককে তুলে নেয় বিএসএফ। তিনি উপজেলা ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর ৪২ জিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফের পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার নেতৃত্ব দেন।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশি কৃষক আল আমিনকে তুলে নেন বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা শূন্য রেখায় অবস্থান করা ভারতীয় কৃষক নারায়ন চন্দ্র রায়কে তুলে আনে। পরে তাকে ৪২ বিজিবি’র এনায়েতপুর বিওপিতে সোপর্দ করে। আটক নারায়ন চন্দ্র রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষই তাদের নাগরিকদের ফেরত নেন।