তিস্তা নিউজ ডেস্ক:
নীলফামারীতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উদ্বোধন হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারী পৌর মাঠের মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, ব্যাংক কর্মকর্তা হারিসুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। আমি আশা করি, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।