Monday, January 20, 2025

জলঢাকায় হুমকির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল

 

বদিউজ্জামান জলঢাকা প্রতিনিধি  ঃ  নীলফামারীর জলঢাকা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্ররা । মিছিল শেষে শহরের প্রান কেন্দ্র জিরো পয়েন্ট মোড়ে সমাবেশ করে তারা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন সন্ত্রাসী হুমকির শিকার হচ্ছেন  বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা বলেন, আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করেছি এবং এখনও সে আন্দোলন চালিয়ে যাচ্ছি।কিন্ত জলঢাকার সুবিধাবাদী একটি চক্র আমাদের কে সমাজের মানুষের কাছে সন্ত্রাসী, চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠা করে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে মরিয়া হয়ে পড়েছে। "বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায় অন্যায়ের কিছু বুঝে না" বলে তারা যে অপরিপক্ক বক্তব্য দিচ্ছে যা আমাদেরকে হতবাক করেছে। দেশ গঠন ও পরিচালনায় শুধু তাঁদেরই কতৃত্ব থাকবে ছাত্রদের নয়- এমন বক্তব্য খুবই বালখিল্যপুর্ন বলে বৈষম্যবিরোধী ছাত্র নেতা নাহিদ মন্তব্য করেন। বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে

বাদি হয়ে জনৈক এমদাদুল হক জলঢাকা থানায় একটি ভূয়া অভিযোগ দায়ের করে। এবং এর পিছনে জলঢাকা উপজেলা বিএনপির এক নেতার  প্রত্যক্ষ ইন্ধন আছে বলে এই নেতা মনে করেন।

 


শেয়ার করুন