Monday, January 20, 2025

তিন দিনের চীন সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি ঢাকা ছাড়েন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে দেশটি সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনদিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের সফর বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে।



শেয়ার করুন