Sunday, January 5, 2025

বিএনপির সাবেক এমপি এস এ খালেক আর নেই

 
এস.এ.খালেক





তিস্তা নিউজ ডেস্ক : বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক মারা গেছেন।

আজ রবিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দীর্ঘ দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এস এ খালেক। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। 

প্রসঙ্গত, ঢাকা-১৪ আসন থেকে বিএনপির হয়ে একাধিকবার এমপি নির্বাচিত হন এস এ খালেক। সবশেষ ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদে যান তিনি।

শেয়ার করুন