মোঃ মিরাজুর রহমান : অদ্য ০৫ জানুয়ারি দুপুর-০১.৩০ঘটিকায় ওয়াহেদের মোড় পৌরসভাধীন ওয়ার্ড নং -০৪ বগুলাগাড়ী গ্রামস্থ, মোঃ আব্দুল ওয়াহেদ (৪৮)পিতা মৃত:মঙ্গু মামুদ,বগুলা গাড়ী,থানা- জলঢাকা,জেলা নীলফামারী, এর সঙ্গে জমিজমার জের ধরিয়া,মোঃ ইমরান (৪৫) পিতা -মৃত:রফিকুল চৌধুরী,সাং-বগুলাগাড়ী,ওয়ার্ড নং-০৩,থানা-জলঢাকা জেলা- নীলফামারী,দুইজনের মধ্যে জমিজমা সম্পর্কে তর্ক-বিতর্ক হইলে,একপর্যায়ে মোঃ ইমরান,আব্দুল ওয়াহেদ এর দোকান ভাঙচুর করেন,উক্ত সংবাদ জলঢাকা থানা অফিসার ইনচার্জ কে জানাইলে অফিসার ইনচার্জের নির্দেশ মোতাবেক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রশাসন দ্রুত উপস্থিত হয়ে ভাঙচুরের ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।