আসাদুজ্জামান জলঢাকা (প্রতিনিধি) জলঢাকা নীলফামারী ঃ শীতের তীব্রতায় যখন দুস্থ, অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়ায় শীতের তীব্রতা। সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সামাজিক সংগঠন "ঢাকাস্থ জলঢাকা ফোরাম"। জলঢাকা পৌরসভার প্রায় ১৫০ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীত নিবারণের জন্য উপহার দিলেন শীতবস্ত্র (কম্বল)।
পৌরসভার জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে রাতের অন্ধকারে নিজেরাই ছুটে যান মানবিক সংগঠন ঢাকাস্থ জলঢাকা ফোরাম এর সদস্যরা। পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে অসহায় মানুষের তালিকা করে কম্বল বিতরণ করেন তারা। কখনো বা হাজির হচ্ছেন কোন ইউনিয়ন পরিষদে সেখানে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করছেন কম্বল।
প্রায় ৩ দিন ধরে এভাবে ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের তালিকা করে তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ঢাকাস্থ জলঢাকা ফোরাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ সালাফি- বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি এবং সংসদ সদস্য প্রার্থী নীলফামারী- ৩।তিনি বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জলঢাকা ফোরামের জেলা সভাপতি জাকির হোসেন রঞ্জু। উপস্থিত ছিলেন জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক প্রভাষক সাদের হোসেন , উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাষ্টার, জামায়াতের পৌরসভা আমীর অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক এবং পৌর সেক্রেটারি অপিয়ার রহমান প্রমুখ।