নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার চওড়া বিলের পলি অপসারণ কাজের উদ্বোধন হয়েছে। বুধবার সন্নাসীতলা স্কুল মাঠ প্রাঙ্গণে কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন।
এতে সভাপতিত্ব করেন চওড়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আল মামুনুন রশিদ নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘কাজটি সম্পন্ন হলে আশে পাশের পাঁচটি ইউনিয়নের অনেক মানুষ উপকৃত হবে। কাজটি সম্পন্ন হওয়ার পর এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।
নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান,‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চওড়া বিলের পলি অপসারণ কাজ শুরু হলো। কাজটি শেষ হলে ১৩৬০ জন উপকারভোগী উপকৃত হবেন।’